|
আলেক্সান্ডার স্টাব,ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ফিনল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী আলেক্সান্ডার স্টাব। স্থানীয় সময় রবিবার রাতে রানওফ (দ্বিতীয় দফা) ভোটের পূর্ণাঙ্গ ফলাফলে স্টাবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। খবর আল জাজিরা ও রয়টার্সের। নির্বাচনী কর্তৃপক্ষ রবিবার পূর্ণাঙ্গ ফলাফলে জানায়, ন্যাশনাল কোয়ালিশন পার্টির মধ্য-ডানপন্থী নেতা স্টাব ৫১.৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বামপন্থী নেতা স্বতন্ত্র প্রার্থী হাভিস্তো পেয়েছেন ৪৮.৪ শতাংশ ভোট। ভোটে ভোটার উপস্থিতি ছিল ৭০.৭ শতাংশ। এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দফা ভোটেও জিতেছিলেন স্টাব। তবে জেতার জন্য নির্ধারিত ৫১ শতাংশ ভোট পাননি তিনি। প্রথম দফায় স্টাব ২৭.২ শতাংশ এবং হাভিস্তো পেয়েছিলেন ২৫.৮ শতাংশ ভোট। প্রথম দফা ভোট পরবর্তী বিভিন্ন সমীক্ষায়ও ৮-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন স্টাব। ফিনল্যান্ডের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলেক্সান্ডার স্টাব। তিনি বিদায়ী প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর স্থলাভিষিক্ত হচ্ছেন। নিনিস্তো ছয় বছরের দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অবসরে যাচ্ছেন। প্রতিবেশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তার ডাকনাম পড়েছে ‘পুতিন হুইস্পারার’। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইস্যুটিই এখন নতুন প্রেসিডেন্ট স্টাবের জন্য বড় চ্যালেঞ্জ। কেননা, গত বছরের এপ্রিলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে ফিনল্যান্ড। রাশিয়াকে পাশ কাটিয়ে ইউক্রেনকে সমর্থনদান এবং ন্যাটোতে নিজ দেশের ভূমিকা রক্ষায় কৌশলী কূটনৈতিক পরিচয় দিতে হবে স্টাবকে। স্টাব ২০০৪ সালে ইউরোপীয় পার্লামেন্টে একজন আইন প্রণেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৮ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। এরপর দেশে ফিরে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় বিষয়ক, বাণিজ্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪-১৫ সালে সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আসীন হন। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষে ন্যাশনাল কোয়ালিশন পার্টির চেয়ারম্যান হন এবং এখনও দলটির শীর্ষ পদে রয়েছেন। ৫৫ বছর বয়সী স্টাব অপেশাদার হলেও একজন উদীয়মান ক্রীড়াবিদ এবং ট্রায়াথলন চ্যাম্পিয়ন। যদিও তিনি বলেছেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর খেলাধুলা কমিয়ে দেবেন৷ ব্যক্তিগত জীবনে তিনি ব্রিটিশ বংশোদ্ভূত আইনজীবী সুজান ইনেস-স্টাবকে বিয়ে করেছেন স্টাব। তাদের দুটি সন্তান রয়েছে। |
