|
গুয়ানতানামোর দুই বন্দী,দেশে ফিরলেন২২ বছর পর
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো আটক কেন্দ্রে বন্দী দুই আফগান বন্দী ২২ বছর পর সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন। বর্তমান আফগান সরকারের দেন-দরবারের পরিপ্রেক্ষিতে তারা মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন বন্দীদের স্বজনেরা। তবে এখনও একজন বন্দী মার্কিন কারাগারে রয়ে গেছে বলে জানিয়েছে আফগান প্রশাসন। খবর তোলা নিউজ ও আনাদোলু। খবরে জানা গেছে, আব্দুল জহির সাবির ও আবুল করিম নামের এই দুই ব্যক্তিকে ২০০২ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ১৫ বছর কুখ্যাত গুয়ানতানামো কারাগারে এবং সাত বছর ওমানে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সোমবার তারা দেশে ফিরে আসেন। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, এই দুই আফগানির মুক্তি খবরে আফগান জনগণ উল্লসিত। ২০০২ সালে মার্কিন বাহিনী তাদের একজনকে খোস্ত প্রদেশ থেকে এবং অন্যজনকে লোগার প্রদেশ থেকে আটক করে। আবদুল জহির সাবিরকে মে মাসে এবং আবদুল করিমকে একই বছরের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে প্রথমে বাগরাম ঘাঁটিতে রাখা হয় এবং পরে গুয়ানতানামো বে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৭ সাল পর্যন্ত তাদেরকে সেখানেই রাখা হয়েছিল। জবিউল্লাহ মুজাহিদ বলেন, একজন আফগান এখনও গুয়ান্তানামোতে বন্দী রয়েছে এবং তার মুক্তির জন্য আফগান সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নির্দোষ বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। এদিকে দীর্ঘদিন পরে হলেও দুই আফগান বন্দীর মুক্তিতে তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। আবদুল জহির সাবিরের ছেলে মুহাম্মদ ওসমান বলেন, আমার বাবা গুয়ানতানামোতে ১৭ বছর কাটিয়েছেন। পরে ওমানের হোম কারাগারে তার সাত বছরের বন্দী জীবন কেটেছে। বর্তমান আফগান সরকারের নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় তিনি এখন মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। উলফাত হাশিমি নামে মুক্তি পাওয়া বন্দীর একজন আত্মীয় বলেন, নির্দোষ কাউকে অহেতুক গ্রেপ্তার, কারাদণ্ড প্রদান এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করার পরিপ্রেক্ষিতে তার পুরো পরিবার মুজাহিদ হয়ে গিয়েছিলেন। এদিকে গুয়ানতানামো বে কারাগারে থাকা শেষ আফগান বন্দী আব্দুর রহিমও ১৭ বছর ধরে সেখানে আটক ছিলেন। দুই বন্দীর মুক্তির সংবাদে আব্দুর রহিমের স্বজনরাও তার মুক্তির প্রচেষ্টা চালাতে আফগান প্রশাসনের কাছে আহ্বান জানান। |
