|
কারাগারে পুতিনের কট্টর সমালোচকের হঠাৎ মৃত্যু
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: রাশিয়ায় বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি কারাগারে বন্দি অবস্থায় আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। কারা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, কারাগারে হাঁটাহাঁটি করার সময় নাভালনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তার জন্য চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। চিকিৎসকরা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। চিকিৎসকরা নাভালনিকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, রাশিয়ার আলোচিত রাজনীতিক অ্যালেক্সি নাভালনি দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তাকে পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো ৪৭ বছর বয়সী এই রাজনীতিককে। ২০২১ সাল থেকে তিনি টানা কারাবন্দী অবস্থায় দিন কাটাচ্ছিলেন। সব মিলিয়ে তিনি এ পর্যন্ত সাড়ে ১১ বছর কারাদণ্ড ভোগ করেছেন। উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগ এনে গত বছরের আগস্টে তাকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে নাভালনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই অস্বীকার করেছেন। গত ডিসেম্বরের প্রথম দিকে হঠাৎ করে বেশ কিছুদিন তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছয় সপ্তাহ পর জানা যায়, তাকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দি হিসেবে রাখা হয়েছে। কারাগারটি আর্কটিক সার্কেল থেকে ৪০ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় অবস্থিত। সেখানেই তার মৃত্যু হয়েছে। এ ধরনের কারাগারগুলো আগে থেকেই কারাবন্দিদের জন্য ভয়ঙ্কর হিসেবে পরিচিত। স্থানীয় কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ সম্পর্কে তাদের কিছু জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ২০১১-১২ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল নাভালনিকে। বিক্ষোভের সময় তিনি রাশিয়ার সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য জনসমক্ষে নিয়ে আসতেন। প্রায়ই পুতিনের কাছের লোকদের বিভিন্ন গোপন তথ্যসংবলিত ভিডিও প্রকাশ করতেন তিনি। ফলে বিব্রতকর অবস্থায় পড়তো রুশ সরকার। এভাবে ২০১৩ সাল নাগাদ নাভালনি রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বিভিন্ন সময় নির্বাচনে অংশ নিলেও তিনি কখনো জিততে পারেননি। তিনি ও তার সমর্থকদের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু না হওয়ায় তারা জয়ী হতে পারছেন না। ২০২০ সালে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। রাশিয়ার বাইরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার দেহে নার্ভ এজেন্ট নামের একটি পদার্থ প্রয়োগ করা হয়েছিল। ২০২১ সালে মোটামুটি সুস্থ হয়ে তিনি রাশিয়ায় ফিরে আসলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আর তার মুক্ত পৃথিবী দেখার সৌভাগ্য হয়নি। |
