|
যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোঃ ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ রাশিয়ার সামরিক হামলার শিকার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের (এমএসসি) এক ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। দুই নেতার বৈঠক নিয়ে পরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর বাসসের। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ভেন্যু হোটেল বেইরিশার হফে শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির বৈঠক হয়। বৈঠককালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা সব সময় সব যুদ্ধের বিরুদ্ধে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, সেটি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ কারো জন্য মঙ্গল বয়ে আনে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগলে অন্যরা ফায়দা ভোগ করে। কিন্তু যুদ্ধে লিপ্ত দেশগুলোর জন্য কোনো কল্যাণ আসে না। কেননা, যুদ্ধ দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করে। পররাষ্ট্রমন্ত্রী হাছান জানান, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজায় নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলি হামলা বন্ধের উপায় সম্পর্কেও আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দুই নেতার আলোচনায় ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ আমাদের এই পররাষ্ট্রনীতিই প্রকাশ পেয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান আরও বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কারণে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। কেননা, তারা (শেখ হাসিনা ও জেলেনস্কি) কেবল যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। ব্রিফিংকালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব নূর এলাহী মিনা উপস্থিত ছিলেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই স্থানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। আগের দিন শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিই প্রথম বিদেশ সফর। নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে মিউনিখ ত্যাগ করবেন তিনি। সোমবার ঢাকায় ফিরে আসার কথা প্রধানমন্ত্রীর। |
