|
রমজানে কুয়েতের অফিস সময় মাত্র চার ঘণ্টা, থাকছে অন্যান্য সুযোগও
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: আসন্ন রমজান মাসের প্রস্তুতির অংশ হিসেবে কুয়েত প্রশাসন এক ঘোষণায় জানিয়েছে, পবিত্র এ মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টা চার ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে। এরসঙ্গে থাকছে গ্রেস পিরিয়ডের সুযোগও। খবর গাল্ফ নিউজ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে কর্মরত নারী-পুরুষ সবার কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে। তবে নারীদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা দেওয়া হয়েছে। তাদেরকে ১৫ মিনিট ব্যাপ্তির দুটি গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে। অফিস সময় শুরু ও শেষে এ দুটি গ্রেস পিরিয়ডের সুযোগ থাকছে। অর্থাৎ তারা অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত দেরি করে আসতে পারবেন। অন্যদিকে তারা ইচ্ছে করলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো ধরনের জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না। পুরুষদের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড থাকবে একটি। অর্থাৎ তারা অফিস শুরুর সময় ১৫ মিনিট পর্যন্ত দেরি করে আসতে পারবেন। যাওয়ার সময় তাদের অবশ্য সে সুযোগটি থাকবে না। এ সময়ের বাইরে কোনো কর্মীকে দায়িত্ব দেওয়া হলে, তার জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হবে। তাছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মকর্তা-কর্মচারীরা ভালো অঙ্কের বোনাস পাবেন। কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পর অফিসের সময়সূচিসহ আনুষঙ্গিক এসব বিষয়ের ঘোষণা দেওয়া হয়। আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, রমজান মাসে সরকারের বিভিন্ন দপ্তর তাদের প্রয়োজন অনুযায়ী, অফিসের সময় ও শিফট নির্ধারণ করার সুযোগ পাবে। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। অর্থাৎ রমজান শুরুর আর মাত্র তিন সপ্তাহ সময় বাকি আছে। |
