|
সিনেমায় তিনি গ্যাংস্টার, বাড়িতেও মিলল ৭২ অবৈধ আগ্নেয়াস্ত্র
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: বিখ্যাত সব সিনেমায় অভিনয় করেছেন গ্যাংস্টার হিসেবে। ফ্রান্সের সেই গ্যাংস্টার অভিনেতা অ্যালাইন ডেলনের বাড়ি থেকে ৭২টি আগ্নেয়াস্ত্র এবং ৩ হাজার রাউন্ডের বেশি গুলি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার প্যারিসের দক্ষিণে ডুচি-মন্টকরবনে এই কিংবদন্তি অভিনেতার বাড়ি থেকে বিপুল অবৈধ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের। প্রসিকিউটররা জানিয়েছেন, ডেলনের কাছে বন্দুক রাখার অনুমতি ছিল না। তবে এই বিপুল পরিমাণ অস্ত্র কেন নিজের বাড়িতে রেখেছেন, সেটি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, অভিনয়ের কাজে সত্যিকার আগ্নেয়াস্ত্রই ব্যবহার করেছেন এই অভিনেতা। বর্তমানে ৮৮ বছর বয়সী অভিনেতা ডেলন ফরাসি সিনেমার সোনালী যুগের একজন তারকা। তিনি ‘দ্য সামুরাই’ ও ‘বোর্সালিনো’র মতো হিট ছবিতে অভিনয়ের জন্য সুপরিচিত। ২০১৯ সালে স্ট্রোক হওয়ার পর থেকে প্যারিসের দক্ষিণে ডুচি-মন্টকরবনে নিজ বাড়িতেই থাকতেন এই অভিনেতা। সম্প্রতি আরও গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তার পরিবারে ভাঙ্গনও ফ্রান্সের গণমাধ্যমের শিরোনাম হয়েছে। ডেলনের বাড়িতে অবৈধ অস্ত্রের খবর পেয়ে আদালত-নিযুক্ত একজন কর্মকর্তা তার বাড়িতে যান এবং একটি অস্ত্র দেখতে পেয়ে বিচারককে সতর্ক করেন। এরপরই মঙ্গলবার তল্লাশি টিম ডেলনের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় প্রসিকিউটর জ্যঁ সেডরিক গুয়াক্স বলেন, বিভিন্ন ধরনের ৭২টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজারের বেশি গুলি তার বাড়ির বিভিন্ন স্থানে পাওয়া গেছে। ডুচি-মন্টকরবনে এই অভিনেতার বাড়িতে একটি শুটিং রেঞ্জও দেখা গেছে। ডেলন শেষবার জনসম্মুখে উপস্থিত হয়েছিলেন ২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবে। সেবার তিনি সম্মানসূচক পালমে ডি’অর পুরস্কার পান। ওই বছরের শেষদিকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। |
