|
গাজায় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার ১৭১ কর্মী নিহত
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধের ফলে সংস্থাটির ১৭১ জন কর্মী নিহত হয়েছে। সম্প্রতি ইউএনআরডব্লিউ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে ২৫ মার্চ পর্যন্ত সংস্থাটির নিহত কর্মীর সংখ্যা ১৭১ জন। এতে আরও উল্লেখ করা হয়েছে, ৫ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের সময় গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউএ এর সেবা দেওয়ার স্থানগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ১৪ মার্চ, গাজার নুসিরাত শরণার্থী শিবিরে একটি খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। সে সময় ৮ জন নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৫ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৩২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। |
