|
মোল্লাহাটের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুবকের কারাদণ্ড।
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুসিংয়ের অপরাধে টিটুল মধু (২০) নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক টিটুল মধু উপজেলার জয়ডেহি গ্রামের হরিপদ মধুর ছেলে। অপর এক অভিযানে খান বেকারিকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পৃথক অভিযান পরিচালনা করা হয়। চিংড়িতে পুশিং বিরোধী অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু এবং অপর অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, চিংড়ি মোল্লাহাটের একটি ব্র্যান্ড। বিশ্ববাজারে এর বিশাল চাহিদা রয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি সামান্য লাভের আশায় জেলি পুশকরে এই ব্র্যান্ডকে কলুষিত করছে। এই পুশকৃত চিংড়ি যেমন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তেমনি রপ্তানি বাজারেও ক্ষতিকর প্রভাব ফেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। এসময় টিটুল মধু নামে এক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটকৃতকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপর অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ ধারায় পরিমাপে কম দেয়ার অপরাধে খান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|
