|
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
এম এম জাকীর হুসাইন
|
|
এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১:৩০ টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের রহমত পাড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুটির নাম আয়মান মুন্সী (১) পিতা- আ: রহমান মুন্সী।
পরিবার জানায়, সকাল সাড়ে ১১ টায় আয়মান তার পরিবারের সঙ্গে খাবার খেতে খেতে বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করছিল। সকলের চোখের আড়ালে খেলার সময় আয়মান বাড়ির পুকুরের দিকে চলে যায়। কিছু সময় পর খাবার খেতে থাকা পরিবারের সদস্যরা হটাৎ তাকে না দেখতে পেয়ে খাবার রেখে দৌড়ে পুকুরের কাছে যান এবং সেখানে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
শিশুরটির দাদা নওশের মুন্সি বলেন, সামান্য সময়ের জন্য বেখেয়ালী হয়ে আমরা ছোট্ট আয়মানকে হারালাম যা কখন ও ই ভোলা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে, যেন আর কোনও পরিবার কোন তাদের শিশু কে না হারায়।
স্থানীয়রা জানান, পুকুরের ঘাট এলাকায় কোনো সুরক্ষা বেষ্টনী না থাকা এবং জনসাধারণের অসচেতনতাই এই দুর্ঘটনার কারণ।
এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, কোদালিয়া ইউনিয়নের রহমত পাড়ায় সকাল সাড়ে ১১ টায় খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে আয়মান নামে একবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সচেতনতা বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করছে। পুকুরে বা নদী-নালায় শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
|
