|
মোল্লাহাটে পুলিশের সদস্যের বাড়িতে ডাকাতি।নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট।
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় এক পুলিশের সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোড়াদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃত হাদি মিয়া কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী আজাদ কাজী জানান, রাত আনুমানিক ২টার দিকে তার বসত ঘরের পাশে মেহমানখানায় টিনের বেড়ায় আঘাত করার শব্দ শুনে তার ছেলে দরজা খুলে দেখতে যায়। এসময় অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাত তাঁর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
আজাদ কাজী পেশায় পুলিশ সদস্য, বর্তমানে তিনি দিঘলিয়া থানাধীন গাজীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ডিউটিরত ছিলেন। পরিবারের সদস্যদের দেয়া খবর পেয়ে তিনি বাড়ি ফিরেছেন।
তিনি জানান, সম্প্রতি তার অংশিদারের নিকট থেকে জমি কেনার উদ্দেশ্যে বাড়িতে নগদ ৫ লক্ষ টাকা রাখা হয়েছিল। সোমবার সকালে ওই জমির রেজিস্ট্রেশন করার কথা ছিল। ডাকাতরা সেই নগদ টাকাসহ প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার (১টি চেইন ও ২টি রুলি) নিয়ে যায়।
ঘটনার সময় পরিবারে নারী ও শিশু সদস্যরা ভয় পেয়ে চিৎকার করার সুযোগ পাননি। ডাকাতরা তাদের শারীরিকভাবে হুমকি দেয় এবং ১৫-২০ মিনিট ধরে বাড়িতে তছনছ চালায় বলে জানান।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়দের ধারণা, ভুক্তভোগী পুলিশের সদস্য হওয়ায় ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর বাড়িকে লক্ষ্যবস্তু বানায়। এলাকাবাসী ঘটনাটির দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
|
