|
রোহিত শর্মার লজ্জার রেকর্ড
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ প্রবল ঠান্ডার মধ্যেও মোহালিতে টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। রোহিত শর্মার দল ১৫ বল বাকি থাকতেই জিতে যায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি। তবে সেই ম্যাচে অনিচ্ছাসত্ত্বেও ও চরম লজ্জার কয়েকটি রেকর্ড করে ফেলেছেন ক্যাপ্টেন রোহিত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মোহালিতে আফগানিস্তানের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। তবে স্কোরবোর্ডে কোনো কোনো রান যোগ করার আগেই আউট হন রোহিত। মূলত শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ভারতীয় অধিনায়ক। তার এই ‘ডাক’-এ হয়ে যায় একগুচ্ছ অস্বস্তিকর নজির। ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাকি সব অধিনায়ক মিলে যতবার শূন্য রানে আউট হয়েছেন, রোহিত শর্মা একাই তার চেয়ে বেশিবার আউট হয়েছেন। ভারতের বাকি অধিনায়করা মিলে ১৪৭টি ইনিংসে মোট চারবার শূন্য রানে আউট হয়েছেন। বিপরীতে ৫২ ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। সব মিলিয়ে রোহিত শর্মা ১৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ইনিংসের সংখ্যা ১৪১। এর মধ্যে তিনি মোট ১১ বার শূন্য রানে আউট হয়েছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি সিডনিতে তিনি প্রথম ‘ডাক’ মেরেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে ডাক মারার তালিকায় দুই নম্বরে আছেন কেএল রাহুল। তার ডাকের সংখ্যা পাঁচ। সব ধরনের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার নজিরটিও রোহিত শর্মার। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার অধিনায়ক হিসেবে যে কোনো ধরনের টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের ডাকের সংখ্যা এখন ১৬। অধিনায়ক হিসেবে যে কোনো পর্যায়ে রোহিতের এ নজিরও শীর্ষস্থানেই রয়েছে। উল্লেখ্য, মাসতিনেক আগে একদিনের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করেছিলেন রোহিত শর্মা। সেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার এতগুলো নজির নিজের করে নিলেন তিনি। |
