|
মিশর-নাইজেরিয়ার হোঁচট: ফুটবল
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ ক্লাব ফুটবলে এই মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের সেই ফর্মটা আফ্রিকান নেশনস কাপেও টেনে নিয়ে এসেছেন এই ফরওয়ার্ড। টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচে সালাহ নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। কিন্তু এগিয়ে থেকেও হারের আশঙ্কায় পড়েছিল তার দল মিশর। শেষ পর্যন্ত দলকে হারের হাত থেকে বাঁচান লিভারপুল ফরওয়ার্ডই। রোববার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে মোজাম্বিকের সঙ্গে নাটকীয় ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মিশর। হারের ঝুঁকিতে ছিল ফেভারিট নাইজেরিয়াও। ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারাও। নাপোলি ফরওয়ার্ড ভিক্টর অসিমহেনের গোলের সুবাদে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নেশনস কাপের সাবেক চ্যাম্পিয়ন নাইজেরিয়া। মিশর-নাইজেরিয়ার ড্রয়ের হতাশার রাতে অঘটনের শিকার হয়েছে ঘানা। বলতে গেলে চমক দেখিয়েছে কেপ ভার্দে। ড্রয়ের পথে হাঁটতে থাকা ম্যাচের শেষ দিকে বাজিমাত করে তারা। প্রথম ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে কেপ ভার্দে। এই হারে নক আউট পর্বে যাওয়ার পথটা শুরুতেই কঠিন হয়ে গেল ঘানার জন্য। আর চমকে দেওয়া কেপ ভার্দে একধাপ এগিয়ে থাকল। মোজাম্বিকের বিপক্ষে দুই মিনিটেই লিড নেয় মিশর। সালাহার সহায়তায় গোল করেন আবদালা। লিড নিয়েই বিরতিতে যায় মিশর। সেখান থেকে ফিরে পরপর দুই গোল হজম করে তারা। একটা পর্যায়ে হারের আশঙ্কায় পড়ে গত আসরের রানার্সআপরা। পেনাল্টি থেকে দলের হার ঠেকান সালাহ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে সমতাসূচক গোল করেন তিনি। একনজরে ফলাফল নাইজেরিয়া ১-১ ইকুয়েটোরিয়াল গিনি |
