|
স্বপ্নপূরণের আরও কাছে চেলসি
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ গত কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে না চেলসির। কাড়ি কাড়ি অর্থ খরচ করেও মাঠের খেলায় সুফল পাচ্ছে না পশ্চিম লন্ডনের ক্লাবটি। একের পর এক নেতিবাচক খবর বেরিয়েছে তাদের ঘিরে। দুঃসময়কে জবাব দেওয়ার ভালো একটা সুযোগ তৈরি হয়েছে ব্লুজদের। চেলসির সামনে এখন ইংলিশ এফএ কাপের ট্রফি জয়ের হাতছানি। মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মিডলসব্রুকে ৬-১ গোলে চূর্ণ করেছে চেলসি। সেমিফাইনালের প্রথম লেগে এই দলটার কাছেই ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে এফএ কাপের ফাইনালে উঠল মাওরিসিও পচেত্তিনোর দল। আগামী ২৫ ফেব্রুয়ারি বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির প্রতিপক্ষ লিভারপুল কিংবা ফুলহাম। আজ শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। দ্বিতীয় সারির দলের বিপক্ষে প্রথম লেগে হার। ঘরের মাঠে সেই হারের বদলা নিতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল চেলসি। প্রথমার্ধেই চার গোল পেয়ে যায় পশ্চিম লন্ডনের ক্লাবটি। তবে স্বাগতিকরা লিড নিয়েছিল ১৫ মিনিটে; মিডলসব্রু ডিফেন্ডার হসনের আত্মঘাতী গোলে। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আধ ঘণ্টায় দুই গোল হজম করে তখনই ম্যাচ থেকে ছিটকে যায় মিডসব্রু। পরে জোড়া গোল করেন কোল পালমার। ম্যাচের শেষ দিকে সান্ত্বনার একটি গোল করে হারের ব্যবধান কমায় অতিথিরা। এই হারে শেষ হয়ে গেল মিডলসব্রুর স্বপ্নযাত্রা। আর তিন বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হলো চেলসির। |
