|
ইয়ুথ ফাউন্ডেশন ও কমিউনিটি ক্লিনিকের চুক্তি: তরুণদের স্বাস্থ্যসেবায় যুক্ত করার উদ্যোগ”
সজিব হাসান
|
|
ঢাকা, রাজধানীর মহাখালি বিএমআরসি ভবনে “চিকিৎসা ও জনস্বাস্থ্যে সঠিক ওষুধ ব্যবহারের গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে এ আয়োজন করে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ও ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাফি। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আক্তারুজ্জামান বলেন, তরুণরা সকল অসাধ্যকে সাধন করতে সক্ষম। তাদের প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা দিলে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সরকারের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিক চিকিৎসা আরও সহজে পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে এস. জেড. অপু বলেন, “যুবসমাজ কমিউনিটি ক্লিনিকের সাথে একত্রে কাজ করে স্থানীয় মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে পারে। তাদের নতুন চিন্তাধারা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং সেবামূলক মনোভাব স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে সহায়তা করবে।”
প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাফি বলেন, “ইয়ুথরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখবে। তারা দেশের প্রান্তিক পর্যায়ের নানা সমস্যা সমাধানে সরাসরি কাজ করছে—হোক তা স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সামাজিক উন্নয়ন। তরুণদের স্বেচ্ছাশ্রম ও উদ্যম জাতিকে এগিয়ে নিতে বড় শক্তি।”
অনুষ্ঠান শেষে কমিউনিটি ক্লিনিক সেন্টার ও ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়। পরবর্তীতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে সার্টিফিকেট ও গাছের চারা তুলে দেওয়া হয়।
|
