|
বিপিএল আজ শুরু
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ আজ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দশম আসর। এ টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামছে চার দল, ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে আবারও নতুন ফ্র্যাঞ্চাইজি গঠিত হয়েছে ঢাকা দলটি। যদিও দলটিতে রয়েছে বেশকিছু পরিচিত মুখ। দলটির হয়ে এবার অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে এবারের বিপিএলে নতুন অধিনায়কের অধীনে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিকে এবার নেতৃত্ব দেবেন লিটন দাস। তাই তো বিপিএলে নিজের অধিনায়কত্বের শুরুটা জয় দিয়েই শুরু করতে চাইবে দলটি। দিনে আরেক ম্যাচে গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত আসরে তেমন কিছুই করতে পারেনি চট্টগ্রাম, ছিল টেবিলের তলানিতে। তাইতো এবার তাদের লক্ষ্য থাকবে বিগত বছরগুলোর তুলনায় ভালো কিছু করা। আর মাশরাফির নেতৃত্বাধীন সিলেটে রয়েছে নাজমুল হোসেন শান্তর মতো দেশীয় তারকা ব্যাটার। দিনের প্রথম ম্যাচ ২টা ৩০ এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। |
