|
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের অভিযান
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রতিরোধ ও পানি চলাচল স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১২ জুলাই ২০২৫) লক্ষ্মীপুর সদর উপজেলাধীন জকসিন-মান্দারী খাল ও বাংগাখা-নেয়ামতপুর খালের বিভিন্ন স্থানে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মাছ ধরার ফাঁদ বেহাল জাল, অবৈধ বাঁধ ও কচুরিপানা অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
অভিযানে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, Volunteer for Bangladesh, বাংগাখা ইউনিয়ন পরিষদ ও সদর উপজেলা মৎস্য অফিস।
অভিযানের সময় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ৭টি বেহাল জাল জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয় এবং কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়। এ ছাড়া যেসব অবৈধ বাঁধ বা স্থাপনা খালে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিল সেগুলোও অপসারণ করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। তিনি বলেন, “বর্ষায় জলাবদ্ধতা রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণেরও সচেতন হতে হবে। কেউ খালের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
|
