কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান (চুন্নু) স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস নোটে বলা হয়, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এবং দলীয় নীতিমালার প্রতি অবহেলা প্রদর্শনের কারণে এই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। একই দিনে আর একটি প্রেস নোটে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে লালুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আব্দুল খালেক তালুকদারকে দলকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং গতিশীল করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রেস নোটে।
প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম। আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ (জজকোর্ড ঢাকা) সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)। নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং। বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।