গোপালগঞ্জ-১ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু সেলিমুজ্জামান সেলিম
মোঃ আশরাফুজ্জামান
|
![]() মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসনে মানুষের আস্থা অর্জন করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। মুকসুদপুর-কাশিয়ানীসহ পুরো এলাকায় জনমতের প্রধান নাম এখন তিনি।
শৈশব থেকেই শান্ত স্বভাবের সেলিমুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। সমাজসেবার মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ছাত্ররাজনীতির মাধ্যমে তিনি নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা অর্জন করেন।
রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও কারাবাসও তাঁর পথ রোধ করতে পারেনি। বরং প্রতিবার নতুন উদ্যমে তিনি জনগণের স্বার্থে রাজপথে নেমেছেন।
স্থানীয় কৃষক আকুব্বর মাতুব্বর বলেন, “সেলিম ভাই মাটির মানুষ। তাঁর কোনো অহংকার নেই। এমপি হলে আমাদের কষ্টের কথা সংসদে পৌঁছাবে।”
তরুণ ভোটার আবির মাহমুদ বলেন, “নতুন প্রজন্ম পরিচ্ছন্ন ও সুশীল নেতৃত্ব চায়। সেই দিক থেকে সেলিম ভাই-ই আমাদের ভরসা।”
পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস বলেন , সেলিমুজ্জামান সেলিম ভাই শুধু নেতা নন, একজন অভিভাবকও। সহজ-সরল জীবনধারা ও অমায়িক ব্যবহারের কারণে দলের ভেতরে-বাইরে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা, সেলিমুজ্জামান সেলিম নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবমুখী উন্নয়ন আরও গতিশীল হবে।
|