বাউফলে শিক্ষার্থিদের উপর হামলা।
মহিবুল ইসলাম
|
![]() হামলায় আহত উপ-পুলিশ পরিদর্শক মো. সাহাবুদ্দিন বলেন, আমি সহ আর একজন পুলিশ সদস্য খেলার মাঠে দায়িত্বে ছিলাম। সিক্সগিয়ার (ছুরি) নিয়ে একটি ছেলে অপর এক শিক্ষার্থীকে হামলা করে। থামাতে গেলে আমি কিছুটা আঘাত পাই। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয় জয়লাভ করেছে। এ জন্য ছেলেরা আনন্দ উল্লাস করছে এরই মধ্যে এক ছেলে এসে আমাদের ছেলেদের ওপর ছুরি দিয়ে আঘাত করে। পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করে। বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার দায়িত্বে থাকা শিক্ষক আবু ইউসুফ বলেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিষয়ে আইনী ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে বলেছি৷ এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও তাদের স্বজনদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, দুই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষার্থী ও প্রশাসনের ওপর হামলাকারী যেই হোক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। |