লক্ষ্মীপুরে এসিআই ফরমূলেশনস পিএলসি’র পরিবেশক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস এম আওলাদ হোসেন
|
![]() এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।
এসিআই ফরমূলেশনস পিএলসি’র উদ্যোগে পরিবেশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর শহরের কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
কোম্পানির আরএসএম- মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার- আবুবকর সিদ্দিক। সভাটি উপস্থাপনা করেন এরিয়া ম্যানেজার মোসতাসির বিল্লাহ শামীম।
সভায় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত ও নিরাপদ কৃষি উপকরণের ব্যবহার অত্যন্ত জরুরি। কৃষকের দোরগোড়ায় এসব উপকরণ পৌঁছে দেওয়া এবং সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে পরিবেশকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকরা মাঠ পর্যায়ে কৃষকদের চাহিদা ও সমস্যা তুলে ধরেন এবং কোম্পানির পণ্য ও সেবার মানোন্নয়নে বিভিন্ন মতামত প্রদান করেন।
সভায় কোম্পানির কর্মকর্তাসহ লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার পরিবেশকগণ উপস্থিত ছিলেন।
|