মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে জুম্মার নামাজের পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টাী সময় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাশ পুর পশ্চিম পাড়া গ্রামের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কাশিয়ানী থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাধে উদ্ধার করে। নিহতের নাম ওবায়দুর সিকদার (২৮)। সে একই উপজেলার খায়ের হাট গ্রামের দাউদ শিকদারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার জুম্মার নামাজের পর পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফেরেনা এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।আজ রোববার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মরাদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল প্রেরণ করা হয়েছে। বাদির আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষে গ্রহণ করা হবে।